No Internet Connection !

অন্যান্য প্রশাসনিক কাঠামো

প্রশ্ন: বাংলাদেশে বিভাগের সংখ্যা কতটি? উ: ৮টি। বিভাগগুলো হলো:
✅ ঢাকা বিভাগ
✅ চট্টগ্রাম বিভাগ
✅ রাজশাহী বিভাগ
✅ খুলনা বিভাগ
✅ বরিশাল বিভাগ
✅ সিলেট বিভাগ
✅ রংপুর বিভাগ
✅ ময়মনসিংহ বিভাগ

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? উ: ময়মনসিংহ বিভাগ।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? উ: চট্টগ্রাম (৩৩,৭৭১ বর্গ কিমি)।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? উ: রাঙামাটি (৬,১১৬ বর্গ কিমি)।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ছোট (আয়তন) জেলা কোনটি ? উ: নারায়ণগঞ্জ।
প্রশ্ন: বাংলাদেশে জেলার সংখ্যা কতটি? উ: ৬৪ টি।
প্রশ্ন: বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? উ: ১৩ টি। সিটি কর্পোরেশনগুলোর তালিকা:
✅ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
✅ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
✅ চট্টগ্রাম সিটি কর্পোরেশন
✅ খুলনা সিটি কর্পোরেশন
✅ রাজশাহী সিটি কর্পোরেশন
✅ বরিশাল সিটি কর্পোরেশন
✅ সিলেট সিটি কর্পোরেশন
✅ রংপুর সিটি কর্পোরেশন
✅ ময়মনসিংহ সিটি কর্পোরেশন
✅ গাজীপুর সিটি কর্পোরেশন
✅ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
✅ কুমিল্লা সিটি কর্পোরেশন
✅ টাঙ্গাইল সিটি কর্পোরেশন (নবগঠিত)

প্রশ্ন: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে? উ: ডা: সেলিনা হায়াত আইভি (প্রথম মহিলা সিটি কর্পোরেশনের মেয়র)।
প্রশ্ন: ঢাকা পৌরসভা গঠিত হয় কবে? উ: ১৮৬৪ সালে।
প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনে প্রথম জনগণের নির্বাচিত মেয়র কে? উ: মোহাম্মদ হানিফ।
প্রশ্ন: বিভাগের প্রশাসনিক প্রধান কে? উ: কমিশনার।
প্রশ্ন: জেলার প্রশাসনিক প্রধান কে? উ: ডেপুটি কমিশনার।
প্রশ্ন: উপজেলার প্রশাসনিক প্রধান কে? উ: উপজেলা নির্বাহী অফিসার (UNO)।
প্রশ্ন: পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তাকে কি বলা হয়? উ: আই. জি. পি.।
প্রশ্ন: মেট্রোপলিটন পুলিশের প্রধানকে কী বলা হয়? উ: পুলিশ কমিশনার।
প্রশ্ন: পুলিশের বিভাগীয় প্রধানকে কী বলা হয়? উ: ডি. আই. জি।
প্রশ্ন: বাংলাদেশে সিভিল সার্ভিসের ক্যাডার কতটি? উ: ২৬ টি।
প্রশ্ন: সিটিনেট কী? উ: বাংলাদেশের নগর উন্নয়নের জন্য গঠিত প্রতিষ্ঠান।
প্রশ্ন: সরকারি কর্ম কমিশনের প্রধান কে? উ: চেয়ারম্যান।
প্রশ্ন: অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত থাকেন কে? উ: মহাপরিচালক।
প্রশ্ন: PATC কী? উ: Public Administration Training Centre বা লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র।
প্রশ্ন: লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? উ: সাভারে।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশের মূলনীতি কী? উ: শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি।
প্রশ্ন: Police শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? উ: পর্তুগিজ।
প্রশ্ন: উপমহাদেশে পুলিশ সার্ভিস ব্যবস্থা চালু করেন কে? উ: লর্ড ক্যানিং।
প্রশ্ন: উপমহাদেশে পুলিশ সার্ভিস কবে চালু হয়? উ: ১৮৬১ সালে।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমী কোথায় অবস্থিত? উ: রাজশাহীর সারদায়।
প্রশ্ন: বাংলাদেশে মহিলা পুলিশ কবে থেকে চালু হয়? উ: ১৯৭৪ সালে।
প্রশ্ন: পুলিশ স্টাফ কলেজ কবে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? উ: ২০০০ সালে, ঢাকার মিরপুরে।
প্রশ্ন: ৫৪ ধারা কী? উ: বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেফতার করার ক্ষমতা।
প্রশ্ন: ১৪৪ ধারা কী? উ: মানুষের চলাচল, আচরণ এবং কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ।
প্রশ্ন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? উ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রশ্ন: আন্তর্জাতিক পুলিশ সংস্থা কোনটি? উ: INTERPOL.
প্রশ্ন: সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল কত বছর? উ: ৬৭ বছর।
প্রশ্ন: বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় কত সালে? উ: ২৯ জুলাই, ১৯৭৪ সালে।
প্রশ্ন: যৌতুক বিরোধ আইন প্রণীত হয় কত সালে? উ: ১৯৮০ সালে।
প্রশ্ন: সন্ত্রাস দমন অধ্যাদেশ পাস হয় কবে? উ: ১৯৯২ সালে।
প্রশ্ন: সচিবকে তার কাজে সাহায্য করেন কে? উ: অতিরিক্ত সচিব।
প্রশ্ন: বাংলাদেশে সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? উ: ঢাকায়।
প্রশ্ন: বাংলাদেশ বিমানবাহিনীর সদর দপ্তর কোথায়? উ: ঢাকায়।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? উ: জেনারেল এম. এ. জি. ওসমানী।
প্রশ্ন: বাংলাদেশের সামরিক সদর দফতর কোথায়? উ: কুর্মিটোলায়।
প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনীর শ্লোগান কী? উ: সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই আমরা দেশের তরে।
প্রশ্ন: বাংলাদেশ রাইফেলস এর সদর দফতর কোথায়? উ: ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে? উ: সুরাইয়া বেগম।
প্রশ্ন: 'সি-ব্যাট' কী? উ: বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।
প্রশ্ন: CEDAW কী? উ: নারীর সকল প্রকার মানবিক অধিকার সংরক্ষণের আন্তর্জাতিক সনদ।
প্রশ্ন: সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? উ: রাষ্ট্রপতি।
প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদবলে সরকারি কর্ম কমিশন গঠিত হয়? উ: ১৩৭ নং অনুচ্ছেদ।
প্রশ্ন: সারদা পুলিশ একাডেমী কবে ও কার আমলে প্রতিষ্ঠিত হয়? উ: ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জ এর আমলে।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে? উ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশ সদর দফতর কোথায় অবস্থিত? উ: ঢাকার গুলিস্তানে।
প্রশ্ন: 'দুর্নীতি দমন ব্যুরো' কোন মন্ত্রণালয়ের অধীন? উ: প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রশ্ন: সন্ত্রাস দমন অধ্যাদেশ কবে জারি হয়? উ: ১৫ সেপ্টেম্বর, ১৯৯২।
প্রশ্ন: মাদকদ্রব্য আইন কবে পাস হয়? উ: ২৯ জানুয়ারি, ১৯৯০।
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উ: সুপ্রিম কোর্ট।
প্রশ্ন: সুপ্রিম কোর্টের কতটি বিভাগ রয়েছে? উ: ২টি বিভাগ। (ক) আপিল বিভাগ, (খ) হাইকোর্ট বিভাগ।
প্রশ্ন: মুসলিম পারিবারিক আইন পাস হয় কবে? উ: ১৯৬১ সালে।
প্রশ্ন: জরুরি ক্ষমতা অধ্যাদেশ প্রণীত হয় কবে? উ: ২৭ নভেম্বর, ১৯৯০ সালে।
প্রশ্ন: পারিবারিক আদালত অর্ডিন্যান্স জারি হয় কবে? উ: ১৯৮৫ সালে।
প্রশ্ন: জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন প্রণীত হয় কত সালে? উ: ১৪ ফেব্রুয়ারি, ২০০১ সালে।
প্রশ্ন: 'জন্ম-মৃত্যু নিবন্ধন আইন' জাতীয় সংসদে কবে পাস হয়? উ: ২ ডিসেম্বর, ২০০৪ সালে।
প্রশ্ন: আইন শৃংখলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইন প্রণীত হয় কবে? উ: ৯ এপ্রিল, ২০০২ সালে।
প্রশ্ন: মন্ত্রণালয়ের পরিচালক কে? উ: মন্ত্রী।
প্রশ্ন: মন্ত্রণালয়ের বিভাগগুলোর প্রশাসনিক দায়িত্ব কার? উ: যুগ্ম সচিবের।
প্রশ্ন: বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? উ: ঢাকায়।
প্রশ্ন: বাংলাদেশ নৌ-বাহিনীর শ্লোগান কী? উ: 'শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়'।
প্রশ্ন: বাংলাদেশ বিমানবাহিনীর শ্লোগান কী? উ: 'বাংলার আকাশ রাখিব মুক্ত'।
প্রশ্ন: 'টাস্কফোর্স' কী? উ: সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দল।
প্রশ্ন: 'সোর্ড অব অনার' সম্মান প্রদান করা হয় কাদেরকে? উ: সেনাবাহিনীর ক্যাডেটদের।
প্রশ্ন: আনসার ভিডিপির সদর দপ্তর কোথায়? উ: ঢাকার খিলগাঁও।
প্রশ্ন: আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? উ: গাজীপুরের শফিপুরে।
প্রশ্ন: বিমান বাহিনীর ট্রেনিং সেন্টার কোথায়? উ: যশোরে।
প্রশ্ন: মহিলা বিষয়ক অধিদপ্তর কত সালে গঠিত হয়? উ: ১৯৯০ সালে।
প্রশ্ন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে? উ: ১৯৯৪ সালে।
top
Back
Home
Gsearch